ABN News

ব্রিস্টল থেকে এসে দাদুর প্রতিষ্ঠিত হার্নেট স্কুল পরিদর্শন করে গেলেন নাতি ও নাতবৌ

ব্রিস্টল থেকে এসে দাদুর প্রতিষ্ঠিত হার্নেট স্কুল  পরিদর্শন করে গেলেন নাতি ও নাতবৌ

নিজস্ব প্রতিনিধি, এবিএন :- গতকাল হঠাৎ করেই কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে এসে কিছুক্ষণ কাটিয়ে গেলেন স্কুলটির প্রতিষ্ঠাতা উইলিয়াম হার্নেটের নাতি পিটার ও তাঁর স্ত্রী। ১৮৮৮ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, পিটার হার্ণেট প্রথমে এসেছিলেন কাঁচরাপাড়া ওয়ার্কশপে। যেখানে তার দাদু কর্মরত ছিলেন ওয়ার্কস ম্যানেজার হিসাবে।

কর্ম উপলক্ষ্যে ভারতে এসে দাদুর স্মৃতিবিজড়িত স্থান কাঁচরাপাড়া দেখে গেছেন অবশ্য তিনি বছরখানেক আগেও। বিদ্যালয়ের শিক্ষক অশোক দাস জানিয়েছেন, গতকাল বিদ্যালয়ের মুক্তমঞ্চে মিস্টার ও মিসেস পিটার হর্নেটকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত জানানো হয়।

এরপর তাঁরা বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সাথে মিলিত হন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মধ্যাহ্নভোজও সারেন। প্রসঙ্গত হার্নেট পরিবারটি এখন লন্ডনের ব্রিস্টলে থাকেন এবং শিক্ষকতার সাথে জড়িত বলে জানা গেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *